"চোখে হয়তো এক চিলতে হাসি ছিল, কিন্তু ভেতরে চলছিল এক অন্যরকম যুদ্ধ।

চারপাশে হাজারো মানুষ, তবু একাকীত্ব যেন তাকে গ্রাস করে রেখেছে।

সবাই ব্যস্ত নিজেদের নিয়ে, কেউ বোঝার চেষ্টাও করে না—এই হাসির পেছনের কান্নাটা।

এই ছোট ছোট মুহূর্তগুলোয় সে খুঁজে ফেরে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে।

হয়তো কারো অপেক্ষায়, হয়তো কোনো উত্তর না পাওয়া প্রশ্নের মধ্যে বন্দী সে।

জীবনটা এমনই—যেখানে সবচেয়ে কাছের মানুষটাই হয়ে যায় অচেনা।

তবু সে হেঁটে চলে... হয়তো আশা এখনো মরেনি..."